তোমরা আমাকে এত ভালোবাস
প্রতিদানে তার দিতে পারি না কিছুই
শুধু লেখনীতে-ই ভালোবাসা ছড়াই।

আমি কারো আপন হতে পারি না
সবাই হাতছানি দেয় প্রিয় বন্ধু হতে
বন্ধু আমি সবার এ ভালো-মন্দ লেখনীতে।

আমার ভালোবাসা কুঁড়িয়ে নাও তোমরা
আমার হৃদয় নিংড়ানো কবিতায়
তোমাদের ভালোবাসা-ই প্রেরণা দেয় আমায়।

আমার হৃদয় গড়েছ তোমরা অবিরত
যে হৃদয় ছড়ায় সবার তরে ভালোবাসা
অটুট থাকুক হৃদয়ের লেনদেন এই আশা।