তুমি যদি চাও দয়াময়
পৃথিবীকে আমি রাঙাবো
দুখির বুকে সুখ দেবো।

তুমি যদি চাও দয়াময়
আমি সদা আলো ছড়াবো
নিরাশার বুকে আশা দেবো।

তুমি যদি দয়া করো হে মালিক
আমি ভেদাভেদ ভুলে মানবের বন্ধু হবো
যুদ্ধের ময়দানে শান্তির বারতা শোনাবো।

তুমি যদি দয়া করো হে মালিক
আমি সদা সাম্যের বানী শোনাবো
ইসলামের ঐ ছায়াতলে ইনসান কে ডাকবো।

তুমি যদি সহায় হও সর্বশক্তিমান
নবীজীর আদর্শ ধারণ করবো বুকে
জিন্দা রাখবো কোরানের আয়াত মুখে।

তুমি যদি সহায় হও মহান আল্লাহ্
ভয় করি না রক্ত চক্ষু কোনো শোষকের
তোমাকে সিজদা করে হাঁটবো পথ বিজয়ের।
২৬.০২.২০০৫