আমি বড় বুজদিল
কম জ্ঞান
ইয়া আল্লাহ্ দাও আমায়
সঠিক ঈমান।
পদে পদে মোর ভুল
উঠতে বসতে গুনাহ্
ইয়া আল্লাহ্ মোর হৃদয়
চায় যে পানাহ্ ।
গুনাহর হিসাব চাইলে
আটকে যাবো আমি
ক্ষমা করো দয়াময়
তুমি অন্তর্যামী।
বুঝে না বুঝে করেছি
কত শত পাপ
বিচার না করে প্রভু
করে দাও মাফ।