মনের বাসনা পূরণ হয় না
অতৃপ্ত হৃদয়ে নীরব বেদনা।
যায় যায় উড়ে যায় পঙ্খী
ডানাতে ভাসিয়ে সময়
নিয়ে যায় দূরে তেপান্তর
ক্রমশঃ ধীর লয়ে জরাজীর্ণতায়।
মনের বাসনা লুকানো কান্না
প্রকাশিত টিপটিপ টুপটাপ আনমনা।
জলধির স্রোতে ভেসে ভেসে দূরে
হারিয়ে যায় হারিয়ে যায় সময়
অচিন দেশে অচিন পুরে
ঐ স্রোতস্বিনী অজানায় লুকায়।
মনের বাসনা বোঝানো যায় না
গভীরে গভীরতায় স্পর্শে ছোঁয়া যায় না।