শয়তানের ধোঁকায় করে যাই ভুল
পরম দয়ালু তুমি ওগো দয়াময়
শয়তানি ধোঁকা থেকে করো হেফাজত
করো ক্ষমা ওগো প্রভু অবুঝ আমায়।

এই আমার মনেতে কান্না জমে আছে
ভয়ে আমি জবুথবু মন জেরবার
ভুল গুলো মুছে দিয়ে দয়া করো তুমি
অবুঝ এই হৃদয় কাঁদে বার বার।

চাই না পাপ করতে তবু হয়ে যায়
ঈমান দাও আমায় ওগো দয়াময়
ইহকালে পরকালে কেউ নাই আর
তুমি ই মায়া করতে পারো যে আমায়।

ইয়া আল্লাহ্ মালিক আমি ক্ষমা চাই
নবীজীর শাফায়াত পেতে চাই আমি
দয়াময় তুমি ওগো মায়া করো মোরে
মুছে দাও পাপ মোর তুমি অন্তর্যামী।
১৯.১২.২০০৯