পড়লে নামায
রাখলে রোজা
আল্লাহ্ চাইলে
হবে না সাজা।
নামায পড় ভাই
রোজা রাখাও চাই
নামায তোমায় ডাকবে
সত্য পথে রাখবে
রোজা দেবে তাকওয়া
যাবে আল্লাহ্ কে পাওয়া
নামায পড় ভাই
রোজা রাখাও চাই।
নামায দেবে ঠিকানা
জান্নাতের ঠিকানা
পাবে রোজার পুরস্কার
স্বয়ং আল্লাহ্ র
নামায পড় ভাই
রোজাও রাখ তাই।
ডিসেম্বর,২০০৯