চাই না সাহিত্য-গান,নাটক,কবিতা
আমরা যে অভুক্ত কিছু খাদ্য চাই
চাই না কাল্পনিক সুখের বাসর
রয়েছি বেকার হয়ে কোনো কাজ চাই।
শোনো স্বপ্নের কবি ধরা মাঝে তুমি
ছড়াইও না এভাবে স্বপ্ন যে ভাই
আমরা যে বিত্তহীন চেয়ে দেখ তুমি
অর্থনৈতিক মুক্তি এনে দাও ভাই।
আমরা চাই না আর প্রেমের কবিতা
হতাশার এ জীবনে কিছু আলো চাই
ভাবের সাহিত্য ছেড়ে রে খেয়ালি কবি
বাস্তবে ফিরে এসে সত্যে নাও ঠাঁই।
ধরো তোমার লেখনী মানুষের তরে
জীবন সাহিত্য চাই তাই দাও ভাই
কাজ চাই খাদ্য চাই কিভাবে যে পাবো
এটা নিয়ে ভাবো কবি এটাই যে চাই।