অবিরত কান্নার বিরহ বিষাদে
দীর্ঘশ্বাস বুকে বসবাস
জীবনের প্রার্থনা পাওয়া না পাওয়া
জমে থাকে হা-হুতাশ।
কেন এমন হয়
শুধু হারাবার ভয়
মন গেছে মরে
নীরবে হৃদয় ক্ষয়।
জীবন জুড়ে কান্নার জয়োল্লাস
ধরা দেয় দেয় না কাঙ্ক্ষিত সুখ
শুধু বেদনা বেদনার খেলা
দুঃখে রা বুকে জাগরূক।
হায় উদাসী পরাণ
বেদনায় বুঝি আজ হয়রান
সাদা-কালো লাল-নীল বেদনা
জীবন জুড়ে করছে জয়গান।
২৭.০৪.২০১৬