কি রাখবে বলো নিজের করে
আসলে সবই তো পরের তরে
আপন স্বার্থ ভুলে ধরার পরে
রঙিণ করো জীবন জগত সংসারে।
ধরে রাখতে চাইবে যা আপনার করে
ব্যথা দেবে কাঁদাবে তোমায় বারেবারে
বিলায়ে দাও না তুমি কিছু পরের তরে
এর মতো সুখ নাই আর জীবন জুড়ে।
কি রাখবে বলো তুমি আপনার তরে
নিজেরেই তো পারবে না রাখতে ধরে
তবু এত জাড়িজুড়ি বলো কিসের তরে
সবই তো যাবে হারিয়ে ঐ অচিনপুরে।
দাও বিলিয়ে ভাই কিছুটা পরের তরে
সবটুকু রেখে দিও না নিজের করে
পারবে না হায় কিছুই যে রাখতে ধরে
পরের তরে কিছু করলে শান্তি হৃদয় জুড়ে।
২৮/০৭/২০১৮