দিনগুলো চলে যাচ্ছে
বিরহী মন কেঁদে যাচ্ছে
প্রত্যাশার পূরণ না হচ্ছে
আশাগুলো নীরবে হারাচ্ছে।

সময় পাল্টে যাচ্ছে
রোজ আধুনিকতা বাড়ছে
মানুষগুলো কপট হচ্ছে
উলঙ্গতা বেড়ে যাচ্ছে।

গরীব আরো গরীব হচ্ছে
ধনীরা আরো কিছু চাচ্ছে
চাওয়া পাওয়ার খেলা চলছে
মধ্যবিত্ত পেষণে মরছে।

এদিকে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে
রোজ ক্ষমতার দাপট বাড়ছে
বিরোধীরা চার দেয়ালে বন্দি হচ্ছে
রাজনীতি-দুর্নীতি কাঁধে কাঁধ মেলাচ্ছে।

এভাবে দিন চলে যাচ্ছে
সময় নীরবে ফুরিয়ে যাচ্ছে
চুপচাপ বিরহী মন উপলব্ধি করছে
হাসি-কান্না পালা ক্রমে চলছে।


চলছে সবকিছুই চলে যাচ্ছে
কালের অতলে নীরবে হারাচ্ছে
কারো পানে কেউ না দেখছে
শুধু সময় সাক্ষী হয়ে থাকছে।
৩০.০৭.২০১৫