টাকা,অনর্থের মূল নাকি তুমি
অথচ তুমিহীনা আমার জীবন
বিশুষ্ক মরুভূমির খাঁ খাঁ প্রান্তর।
টাকা, তোমার বিহনে কত সহজে
থেমে যায় জীবনের চাকা
স্তব্ধ হয়ে যায় সুখী অন্তর।
টাকা,তোমার-ই জন্য চারদেয়ালে বন্দি আমি
চলে না আমার হাত-পা কিছুতে
থেমে গেছে চলমান জীবন ধারা।
টাকা,কত শত মানুষ তোমার জন্য
অনাহারে-অর্ধাহারে দিবা-যামী পার করে
হয়ে যায় মানুষগুলো বস্ত্র-বাসস্থান হারা।
টাকা, কে বলে অনর্থ তুমি ধরা মাঝে
তুমিই জীবনের চালিকাশক্তি হায়
টিকিয়ে রেখেছ যুগ যুগ মানব জীবন ধারা।