যদি নদীর স্রোতে ভেসে যেত দুঃখ
কূল কূল রবে হারিয়ে যেত দূরে
তবে কিছু কষ্ট মুছে ফেলা যেত
আর হানা দিত না হৃদয় দুয়ারে।
ভেসে ভেসে সুদূরে হারিয়ে যেতে
কিছুতেই চায় না নিদারুণ কষ্টেরা
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে বুকের কাছে
আর নীরবে নীরবে ঝরায় নয়ন ধারা।
কষ্টের মাঝেই সারাটিক্ষণ বসবাস
নদীর জলেই কষ্ট ভাসানোর অভিলাষ
কিন্তু ছাড়ে না কষ্টেরা ধরে জড়িয়ে
তাই কষ্টেই পুড়ে পুড়ে চলা বারোমাস।
নদীর স্রোত ভেসে ভেসে যায় দূরে
আর কষ্টেরা উড়ে উড়ে আসে কাছে
কারো সঙ্গে কারো মিলন যে ঘটে না
কষ্ট বুকেতে নদীর স্রোত অচেনায় চলেছে।