মনের বেদনা
কিছুতেই ছাড়ে না
এত বেদনা
পিছু ছাড়ে না।
দিবস রজনী এত যাতনা
এত যাতনা
মন মানে না
আমার মন মানে না।
মনের বেদনা
মনের বেদনা
পিছু ছাড়ে না
আমার মন মানে না।
চাওয়া পাওয়া মেলে না
বুকের মাঝে কান্না
কান্নার স্রোত থামে না
এ যে নিদারুণ বেদনা।
মনের বেদনা
মনের বেদনা
পিছু ছাড়ে না
কিছু ভালো লাগে না।
ভালো লাগে না
আমার ভালো লাগে না
মনের বেদনা
কিছুতেই ছাড়ে না।
মন মানে না
আমার মন মানে না
মনের বেদনা
আজো দূর হলো না।
মনের বেদনা
মনের বেদনা
দূর হলো না
আজো কান্না থামে না।
০৪.০৫.২০১৬