যুগ যুগ ধ‌রে আশা ক‌রিলাম
কত কত চেষ্টা যে ক‌রিলাম
কত কাকু‌তি মিন‌তি ক‌রিলাম
তবু যে আ‌মি হে‌রেই গেলাম
কত কাঁদলাম কত চাইলাম
তবু না তার দয়া পাইলাম।।

তার ত‌রে কে‌টে‌ছে দিন রাত
তবু বু‌কে‌তে মোর জলপ্রপাত
‌বো‌ঝে‌নি তো সে মোর চাওয়া
হয়‌নি তাই কিছু মোর পাওয়া
কত কাঁদলাম কত চাইলাম
তবু না তার দয়া পাইলাম।।

বু‌কে‌তে আজ ব্যথার পাহাড়
কা‌রো ত‌রে নেই কিছু বলার
‌যে বোঝার সে তো বুঝ‌লো না
‌মোর আশা পূরণ আর হ‌লো না
কত কাঁদলাম কত চাইলাম
তবু না তার দয়া পাইলাম।
১৯/১০/২০২০