ফসল ফলেনি
ফলবে কি,চাষ ই তো দেয়া হয়নি।

আঁখিজল মুছে দুয়ারে দাঁড়িয়ে
হৃদয় দুয়ারে দাঁড়িয়ে
দেখি হৃদয়ের দখিন দুয়ার বন্ধ
সে ত বসন্ত বাতাসে সময় খুঁজে পায়নি।

যদি লাঙ্গল না চলে জমিনে
যদি বন্ধ থাকে চাষবাস
কি করে ফলবে ফসল
এতটুকু ভাবনার ফুসরত মেলেনি।

আজ হাহাকার নাকি দীর্ঘশ্বাস
হিসাব মেলানো দায়ভার
উর্বর জমিন,হৃদয় জমিন
ফসল নাই,চাষাবাদ নাই-সময় পাইনি।

ফসল ফলেনি
ফলবে কি,অর্থকড়ি আজো পিছু ছাড়েনি।
০৫.০৯.২০১৬