নতুন দিনের আহ্বান শোনা যায় ফের
ওগো ভাই দ্বার খুলে, দ্বিধা-ভয় ভুলে
আজি নব প্রভাতের নতুন আলোতে
এসো জীবন সাজাতে, এসো দলে দলে।
নবীনের আগমনে কোলাহল দেখে
ভয় পেও না বন্ধু কিছুতেই আর
ধরার সব গ্লানি মুছে,মুছে মৃত্যু-জরা
নবীনেরা-ই বিজয় এনেছে তোমার-আমার।
নব দিনে নব সুরে নব নব গানে
দাও মুছে জড়তাকে জীবন রাঙাতে
পিছু ফিরে আর তুমি থেক না বন্ধু
নব সূর্য উঠেছে ঐ তোমার অজান্তে।