তোমার কোল জুড়ে যে সন্তান আজ
আলো ঝলমল
আমার বুকের ব্যথার তরে
দু’আঁখি জল টলমল।
আজিকে তোমার ভুবন ভরিয়া
যে চাঁদের হাসি ফুটেছে
সুখী তোমার মনে তার ই পরশে
মায়াবী দোলা লেগেছে।
শত সহস্র ভালোবাসা তার তরে
যে নবজাতক আঁখি মেলেছে
ভুলে হৃদয় বেদন শুধু প্রার্থনা
মঙ্গল হোক যে নব অতিথি এসেছে।
তোমার কোল জুড়ে যে সন্তান হেসেছে
বুকেতে জড়ায়ে তারে
ব্যথার পাহাড় হৃদয় থেকে মুছে
ভুলে যাও মোরে একেবারে।
২২.০৬.২০১৩