ফুটপাতে পড়ে থাকা শিশুটির
স্বপ্ন জানা হয়নি।বোঝা হয়নি
শিশুটির চাওয়া পাওয়া।হয়তো
জারজ সে।তাই তার ঠিকানা
ফুটপাত।সে মানুষ তবু ও তার
বসবাস ঠিক অ মানুষের মতো।
কারো দয়া হয় না ,হয় না মায়া।
তবু ফুটপাতে ই বেঁচে থাকতে হয়
নিঠুর বাস্তবতা।খাবার দাবার
তেমন জোটে না মোটে কপালে।
তবু চেয়ে চিন্তে ফুটপাতের শিশুর
অবহেলিত জীবন বেঁচে থাকে।
আমি কিম্বা আমরা কেউ ই
ফিরে তাকাবার নই ধরা পরে
আপনার সুখে ব্যস্ত সবে আমরা
তবু কত কত জীবন এইভাবে
ফুটপাতে অবহেলায় উঠছে বেড়ে।
তবে বন্ধু এইভাবে আর নয় যেন
এসো দাঁড়াই সব অবহেলিতের পাশে
যদিও সামান্য হয় তবু কিছু করো
রাখো অবদান যতটুকু পারো ভাই
ভালোবাস সকল আদম সন্তানকে
সব বিভেদের বেড়াজাল ছিন্ন করে
এই নিবেদন সবার তরে রেখে গেলাম।