আহ ! বিষাদ -কত বিষাদ দিকে দিকে
এ বিষাদের রাজ্যে বসবাস সবার
কত অভুক্ত জন শুয়ে থাকে ফুটপাতে
এই দৃশ্য দেখে জ্বলে যায় অন্তর।
মানুষের দুনিয়ায় মানুষ-ই রাজা-প্রজা
কে দেখবে কাকে রাজা-প্রজা সবাই ব্যস্ত
রাজা করে পুকুরচুরি,প্রজারা দেয় হাত তালি
প্রজারা আবার ছিঁচকে চুরিতে অভ্যস্ত।
কেউ কারো নয় এ-ই বাস্তবতা এখানে
সবাই আখের গোছায় যে যার মতো
বস্তিবাসি কিম্বা ফুটপাতের উলঙ্গ ছেলেটি
কেউ যে দেখে না,ওরা কাঁদে আজীবন-অবিরত।
বিষাদের দুনিয়ায় বহমান অন্তহীন কান্না
চোখ কান খুলে দেখ ভাই দেখ সব্বাই
স্বজাতিকে অবহেলে আর কত আনন্দ-আয়োজন
এসো সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই।