জানি না ছন্দ, কবিতার মাত্রা
তথাচ কবিতার পথেই যাত্রা
দেয় নি কেউ লেখার অধিকার
সাহিত্য-ই এসেছে জীবনে আমার
হৃৎপিন্ডে দিয়েছি ঠাঁই ভালোবেসে
কবিতা-ই জীবন আমার অবশেষে।
পোড়া মন করে জ্বালাতন
কবিতায় বিচরণ করি সারাক্ষণ
দিতে পারিনা কিছুতেই বিদায়
কবিতা চুপিসারে ডাকে আমায়
আমি অবুঝ করি আলিঙ্গন
কবিতা-ই গড়েছে মধুময় জীবন।
তওবা করেছি আমি বহুবার
লিখবো না জীবনে ফের আবার
প্রতিজ্ঞা ভেঙ্গে যায় অজান্তে
দাঁড়াতেই হয় কবিতার প্রান্তে
পরেছি বাঁধা ভালোবাসার বন্ধনে
কবিতা-ই শান্তি আনে জীবনে।
হয়তো কেউ ই পড়বে না জানি
সমালোচনা করবে তাও মানি
তবুও নাছোড়বান্দা আমার হৃদয়
সুখ খুঁজে পাবে শুধু কবিতায়
কবিতা আর আমি হয়েছি একাকার
ছাড়ব না আমি জবাব আমার।