আ‌মিনার ঘ‌রে ফুটল ফুল
না‌মে‌তে মুহাম্মদ রাসূল
আঁধার ধরণী হলো রওশন
ফুটল ধরায় ইসলা‌মি ফুল।

‌সেই  ফু‌লের ই সুঘ্রাণ পে‌য়ে
আসল যারা ইসলা‌মে ধে‌য়ে
রওশন হ‌লো তা‌দের জীবন
কর‌লো যারা ইসলাম কবুল।

‌দি‌কে দি‌কে ছিল অন্ধকার
ধরনী পে‌লো আ‌লো আবার
ছোঁয়া ‌পে‌য়ে মোর নবীজীর
আসমান জমিন হ‌লো ব্যাকুল।

কূল মখলুক হ‌লো আকুল
‌পেয়ে ধরায় মুহাম্মদ রাসূল
জ্ঞা‌নি গু‌নি পেল তার সুবাস
ক‌রলো তারা ইসলাম কবুল।

তর্ক কর‌লো যারা দু‌নিয়ায়
কষ্ট দি‌লো নবীজী‌রে হায়
তারাই হ‌বে বড় অসহায়
যারা চিন‌লো না মুহাম্মদ রাসূল।
১৯/০৬/২০২০