মুহাম্মদ নাম কতো মধুময়
ও নাম বুকেতে রাখি সবসময়
ও নাম আমার আঁধারে আলো
জপলে ঐ নাম হবে যে ভালো।

মুহাম্মদ নাম শত শান্তি মাখা
জগতের কল্যাণ ঐ নামে রাখা
মুহাম্মদ মোর আশার আলো
ঐ নামেতে মুছে যায় কালো।

মুহাম্মদ নাম সদাই জপি
ঐ নামের ই দরুদ পড়ি
ও নাম আমার চোখের আলো
ঐ নামেতেই হৃদয় মুক্তি পেলো।

মুহাম্মদ নাম করেছে রওশন
পাপী তাপীরে জমিন আসমান
ও নাম জপে ই শান্তি এলো
পাপের ধরা আলোকিত হলো।
২২/০৩/২০২২