মুহাম্মদ মোর বুকের কাছে
শান্তি হয়ে মিশে আছে
ও নাম নিতে নিতে ভাই
পাষাণ হৃদয় গলে গেছে।
ও নাম জুড়ায় বুকের জ্বালা
ও নাম নিয়েই পথ চলা
ঐ নামের ই পরশ পেয়ে
খুশিতে রয় মন সারাবেলা।
ঐ নামের ই আলোক ধারায়
জীবন হয়েছে মোর শান্তিময়
ব্যথার ভুবনে জ্বলেছে আলো
সদা সুখের ছোঁয়া জেগে রয়।
মুহাম্মদ মোর হৃদয় বাতি
জপি ও নাম দিবা রাতি
ও নাম নিতে নিতে আমি
মরে গেলেও নেইকো ক্ষতি।
২৪/০৩/২০২২