আমার মা মিসেস দেলোয়ারা হোসেন হারানোর ব্যথায় (১০|০৮|২০২৩)এই নিবেদন।
এ যে নিদারুণ কষ্ট
থেকে থেকে দুঃখ, হাহাকার
বুকের মাঝে সারাক্ষণ কান্না
কিছুতেই নয় ভুলে যাবার।
আহারে জননী আমার
চোখেতে পাই না খুঁজে আর
দুটি চোখ তবুও খুঁজে ফেরে
খুঁজে ফেরে দিকে দিকে বারবার।
যে ছিল কাছে সকাল সন্ধ্যায়
ভালোবাসা,মায়া আর মমতায়
সে হারালো সহসা কাঁদিয়ে আমায়
অচেনা দেশে চির অজানায়।
এদিকে ওদিকে ফিরে ফিরে বারবার
দুটি চোখ খুঁজে যায় নিরালায় হায়
কোথায় আছে লুকিয়ে জননী আমার
খুঁজে না পাই তারে আমি অসহায়।
ব্যথিত বুকে কায়মনে প্রার্থনা জানাই
ইয়া আল্লাহ্ ওগো দয়াময় ক্ষমা করে দাও
আমার জননীর সকল গুনাহ্ মুছে দিয়ে
জান্নাতুল ফেরদৌস তারে নসীব করে দাও।
৩১|০৮|২০২৩