আমার মা মিসেস দেলোয়ারা হোসেন হারানোর ব্যথায় (১০|০৮|২০২৩)এই নিবেদন।

আমার পরাণ কাঁন্দে সারাক্ষণ
কিসের লাগিয়া কোন সে কারণ
জননী দিয়াছে ফাঁকি অকারণ
তার তরে এই কান্না আজীবন।

ঘুম আসেনা আর দুনয়ন
থেকে থেকে হাসফাস অনুক্ষণ
বিষাদের ভৈরবী বাজে সারাক্ষণ
জননী আমার ছিল কত আপনজন।

সহসা সকালে জননীর প্রস্থান
কলিজা ধরে দিলো যে টান
রয়ে গেল সে স্মৃতিতে অম্লান
কাঁদে পরাণ কাঁদে যে সারাক্ষণ।

হৃদয় দুয়ার খুলে প্রতিক্ষণ
দিবস রজনী করে জাগরণ
ইয়া আল্লাহ্ প্রার্থনা জননীর কারণ
জান্নাত দিও মা'রে পরকালের জীবন।
১১|১০|২০২৩