আমার মা মিসেস দেলোয়ারা হোসেন হারানোর ব্যথায় (১০|০৮|২০২৩)এই নিবেদন।
হৃদয় পুড়ে পুড়ে যায়
মা হারানোর বেদনায়
মেলে না আর দৃষ্টিসীমায়
কোথায় বলো খুঁজি হায়।
ইয়া আল্লাহ্ ক্ষমা করো আমায়
চলে গেল আমার জননী হায়
তোমার ইশারায় নিঠুর নিরালায়
শান্তিতে রেখ তারে সেথায়।
মিনতি জানাই আল্লাহ্ দয়াময়
কোনো ব্যথা যেন না পায়
কবর দেশেতে আমার মায়
ইয়া আল্লাহ্ তুমিই শুধু সহায়।
তুমি অন্তর্যামী তুমি করুণাময়
প্রার্থনা জানায় আমার হৃদয়
ইয়া আল্লাহ্ আমার মা যেন পায়
জান্নাতুল ফেরদৌস পরকালের ধরায়।
২৯|০৮|২০২৩