তোমার ঘুড়ি উড়ছে দেখ
উড়ছে আকাশে
নাটাই তোমার হাতেই রেখ
স্বপ্ন বাতাসে।
যে স্বপ্ন সাজিয়ে তুমি
জীবন ঘুড়ি উড়ালে
তার কিছু কি রবে তোমার
ঘুড়ি ছিঁড়ে গেলে।
স্বপ্ন তোমার হারাবে
কোথায় গিয়ে দাঁড়াবে
তোমার ঘুড়ি তোমায় ছেঁড়ে
অচেনায় উড়াল দেবে।
তুমি একা জগত ফাঁকা
তোমার ঘুড়ি তোমার নাই
যেমন তুমি সাজিয়ে ছিলে
মরীচিকা সে স্বপ্নলোক ভাই।
না না না না নারে ও ভাই
তোমার দেখ কিছুই নাই
ঘুড়ি উড়ে গেলেই দেখবে
রঙ তামাশা ছিল জগতটাই।
২০|০৯|২০২৩