বৃষ্টি ঝরে যায় কতো প্রাণবন্ত ধারায়
মন প্রাণ কেড়ে নিয়ে যায়
আহ্!বৃষ্টির ছোঁয়া মধুময়
স্বপ্ন এঁকে দিয়ে যায়।

ওগো বৃষ্টি ঝরো অঝোর ধারায়
ধুঁয়ে দিয়ে যাও রুপালী মায়ায়
গাছপালা মাঠঘাট তোমার ছোঁয়ায়
কি দারুণ প্রাণবন্ত হয়ে রয়।

ওগো বৃষ্টি তোমার কারুকাজ জাদুময়
এ হৃদ‌য় তাই নিবেদন জানায়
সব কলুষিত মানুষের হৃদ‌য়
ধুঁয়ে মু্ছে সাফ করে দাও এ বেলায়।

বৃষ্টি ঝরে যাও ঝরে যাও মায়ায়
তোমার জাদুকরি টিপটিপ শব্দ ধারায়
ছুঁয়ে দিও যাও ব্যথাতুর মানুষের হৃদয়
পুলকিত হোক সব প্রাণ বৃষ্টির ছোঁয়ায়।
০৮|০৮|২০২৩