ম্যানেজার।চাট্টিখানি কথা,বড়কর্তা
একটু চোটপাট না করলে কি হয়
আছে সাব-স্টাফ,আছে অধিনঃস্ত কর্মকর্তা
উচ্চবাচ্চ্য করেই জানাতে হয় তিনি ম্যানেজার
তার চেয়ে বড় নাই কোনো হর্তাকর্তা।
কথায় কথায় দিতে হবে হুমকি সাব-স্টাফদের
দিতে হবে উপদেশ অধিনঃস্ত কর্মকর্তাদের
তিনি ম্যানেজার।তিনি যে হর্তাকর্তা।
তিনি ম্যানেজার,তিনি যে বড়কর্তা
শোরগোল করেই জানাতে হবে সে কথা
নেতৃত্ব না শিখেই হয়েছে নেতা-হর্তাকর্তা।
ভাইরে তিনি ম্যানেজার-বড়কর্তা
যা চাপিয়ে দেবে,শাসন-শোষণ মানতেই হবে
সইতে হবে চুপচাপ- তবু বললাম আমি ধীরলয়
অহেতুক শোষণ,জুলুম থাকে না বেশিদিন
ভাঙ্গবেই আসন ক্ষমতার।আছে আরো বড়কর্তা।
০৭.০৯.২০১৩
বিঃদ্রঃ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে কোনো ম্যানেজারের আচরণ এই কবিতার সঙ্গে মিলে গেলে আমি দুঃখিত। তাদেরকে তাদের নিজেদেরকে সংশোধন করার জন্য বিশেষ অনুরোধ রাখছি।