মন মাঝে যাহা চাই
তাহা কভু নাহি পাই
চাওয়া-পাওয়া হাস্যকর
জীবন চালায় জাদুকর।

অদ্ভুত জাদুর টানে জীবন
ছুটে চলে কারণ-অকারণ
জাদুকর খুব রহস্যময়
কারো ঘটে জয়,কারো পরাজয়।

আমার চাওয়া মেলে না
কারো চাওয়া লাগে না
এই ই জাদুকরের খেলা
তার ইচ্ছায়-ই এই চলা।

ভাবি না আর চাই না এখন
যে জাদুকরের এই জীবন
তার ইচ্ছা ই আমার ইচ্ছা
তার ইচ্ছা পূরণ হোক কথা সাচ্চা।
২০১২