সবুজে শ্যামলে ভরা নাই ছলাকলা
আলোকিত জনে ভরা বরিশাল জেলা
ধান-নদী খাল-বিল দিকে দিকে ভাই
এর সমতুল্য আর কোথাও যে নাই।

মায়াময় জনপদ প্রকৃতির দান
মন-প্রাণ ভরে ওঠে দেখে অফুরান
সোনালী নদীর জলে বুকে জাগে আশা
পথে পথে জেগে রয় কতো ভালোবাসা।

কতো আলোকিত জন এই জনপদে
যুগ যুগ ধরে এসে পৃথিবীর পথে
জীবন করেছে দান অপরের তরে
রেখেছে দেশের মান মাথা উঁচু করে।

পিছু হঠে না কখনো বরিশাল বাসি
সকল কল্যাণে তারা জেগে ওঠে হাসি
প্রাণের বরিশালকে তাই ভালোবাসি
দেখে যাও সবে মিলে বরিশাল আসি।
০২.১২.২০২৪