হৃদয় দুয়ারে মোর
গেল যে নাড়া দিয়া
তারে কতো ভালোবাসি
বোঝাবো কেমন করিয়া।
সে আমার বুকেতে
লিখে গেল যে নাম
তা কি ভুলে যেতে পারি
হৃদয়ে যতনে রাখিলাম।
ফুলের সুবাস ছড়িয়ে
সে যে গেল হারায়ে
ঐ সুবাসের মায়াজাল
আজো ধরে মোরে জড়ায়ে।
হৃদয় দুয়ারে মোর
আজো তার ছায়া
ভালবেসেছিলাম বলেই
জড়ায়ে রয়েছে মায়া।
২৫.০৪.২০১৫