মলিন মুখমন্ডল,আলুথালু চুল-দাড়ি-গোঁফ
ছেঁড়া জামা-প্যান্ট পরনে তার,
চরণে পাদুকা নেই
পথ থেকে পথে বাড়ি-ঘর।
পাগল নামেই চেনে তাকে শহরবাসী
অবহেলা আর অনাদরে অনাদরে,
চেয়ে চিন্তে চলে দিন কোনো রকম
কেউ নেয় না ডেকে কাছে একটু আদরে।
হয়ত কখনো ছিল তার
যৎকিঞ্চিৎ স্বপ্ন,হাসি-কান্না,
আজ সবই মলিন স্মৃতি
কিছুই বাস্তবে ধরা দেয় না।
আদমশুমারী তাকে গোনে না কখনো
গল্প-কবিতা হয়নি লেখা তার জীবনী নিয়ে,
সকলের মাঝে সে যে করে বসবাস
তবুও সে থাকে চির একাকী হয়ে।
তথাপি মানুষ সে আমাদের-ই মতো
বিধাতার সৃষ্টি এতটুকু মিথ্যে নয়,
সেও মানুষ; তোমার-আমার মতো মানুষ
হোক পাগল, তবু যেন তাকে মানুষ ভাবা হয়।