অভিমান জমেছে যত
তার ও বেশি হৃদয়ে ক্ষত
তুমি মুছিয়ে দেবে কিভাবে
হৃদয় যে পুড়ে পুড়ে যাবে।
প্রেমের পথে হাঁটা মুসকিল
খোলেনা কেউ হৃদয়ের খিল
হৃদয় দরজার ওপাশে ছলনা
মনের কথা কেউ বলে না।
অভিনয়ে অভিনয়ে সারাবেলা
কে বুঝবে প্রেমের ছলাকলা
তবু মুসকিল সাগরে ডুব দেই
এই প্রেমের জলধিতে কূল নেই।
তুমি প্রেমে পড়বে তবে কিভাবে
কূল হীন সাগরে ঠিকই হারাবে
হৃদয়ের ক্ষত মুছতে এসো না
নিজেকে তবে আর খুঁজে পাবে না।
০২/০৯/২০১৮