আমাকেই আমি হারিয়ে ফেলেছি আজকাল
নিজেকে যেন খুঁজে পাইনা কিছুতে ই আর
সময়ের গ্যাঁড়াকলে বেগার খাটুনি খেঁটে খেঁটে
কোথায় যেন হারিয়ে গিয়েছি আমি নাই আমার।
আমাতে আমি ডুবে যা ভেবেছিলাম নিরালায়
তার কোনো রঙ নেই আজ জীবনের কিনারায়
আমি কেঁদেছিলাম ফের সৃষ্টিতে হেসেছিলাম
আজ পাষাণ হৃদয় মোর দোলেনা সজীবতায়।
কান্না হাসির যে খেলায় আমি দুলেছিলাম গো
তার হাসি ম্লান হয়েছে কবে রয়ে গেছে আঁখিজল
সেই আঁখিজল ঝরিয়ে ঝরিয়ে আমি হারায়েছি
আমি হারিয়ে ফেলেছি নিজেরে জীবন টলমল।
আমি পারিনি হাল ধরে রাখতে নিঠুর অসময়ে
জীবনের প্রয়োজনে সময়ের স্রোতে ভেসেছি
আমি নিজেরে হারায়ে বারবার অতলে ডুবে গেছি
আমি হারিয়ে গেছি অচেনা আমি চেনারে খুঁজছি।
আমারে আমি হারায়ে খুঁজি আজ নিরালায়
অতীতের সেই আমি সবুজ মনের আঙ্গিনায়
ফিরে পাব তারে কি আর এই ধূসর দুনিয়ায়
সবকিছু ঝাপসা এখন শুধু স্মৃতির কিনারায়।
১৩/০৬/২০২০