স্বপ্ন মরে গেলেও আবার
আমি স্বপ্ন দেখতে শিখেছি
পরাজিত হতে হতে শেষে
শক্ত করে হাল ধরতে শিখেছি।

তুমিও ফের জাগিয়া ওঠো
নতুন স্বপ্ন রচনা করো
হারলে ও শিখবে নিশ্চিত
বিজয় হবে হবেই তোমারও।

কভু উপরে উঠতে গেলে
সিঁড়ি ভাঙ্গতে কষ্ট হবে ই
সময়ে সময়ে পরে যেতে পারো
তবু লেগে থাকো বিজয়ী হবেই।

আমি পরাজিত ই হয়েছি বেশি
তবু মুখে রেখে হাসি ফের দাঁড়িয়েছি
নিজ কাজে কষ্টেও লেগে থেকেছি
হারতে হারতে শেষে বিজয়ী হয়েছি।
২২.১২.২০০৯