কিছু স্বপ্ন হারিয়ে ফেলেছি
কিছু স্বপ্ন ছেড়ে দিয়েছি
একাকী আপনার রঙে আপন ভুবনে
নীরবেই পরাজয় মেনে নিয়েছি।
সঙ্গোপনে আপন মনে
কতো কতো স্বপ্ন বুনেছি
তার আলো নিভেছে সহসা
তাল কেটে গেছে,হার মেনেছি।
হারিয়ে যাওয়া স্বপ্নেরাও আসে দ্বারে
হঠাৎ জড়িয়ে ধরে বলে পাল তুলেছি
সে পালে লাগলে হাওয়া জ্বলবে আলো
আমি নিশ্চুপ রই, আশা হারিয়ে ফেলেছি।
আবার নতুন করে নতুন তালে দুরাশা
যা কিছুই চেয়েছি তা না পেয়ে ভুলেছি
তার তরে আর সংগ্রাম সীমাহীন অনিশ্চয়তা
বোধহয় সবকিছু আজ ছেড়ে দিয়েছি।
২৬|০৯|২০২৩