কেরোসিনের শেষটা
ঘড়িতে বাজে নয়টা
লোডশেডিং এর শুরুটা
নেই যে এর শেষটা।

বসে বসে ভেবে যাই
লোডশেডিং এর শেষ নাই
এ বিপত্তির শেষ চাই
অপচয় করো না ভাই।

পড়তে বসলে টেবিলে
বিদ্যুত চলে গেলে
ছড়াটাও শেষ হলে
প্রদীপটাও নিভে গেলে।
১৩.১০.১৯৯৭