জটিলতা।পদক্ষেপ কিংকর্তব্যবিমূঢ়
কুয়াশা দিকে দিকে,প্রবাহমান দুরাশা
ঝাপসা চোখে প্রত্যহ ভোর।নিরাশা।
দাঁড়াতে হয়।আঁখিজল মুছে রাস্তায়
কি থাকে-কি আছে আশা আর ভরসা
নীরব মনে জমেছে একবুক হতাশা।
জীবনযাপন।ধুঁকে ধুঁকে অনিমেশ
প্রবাহিত জলধারা দুনয়ন ঝাপসা
স্বপ্ন গুলো থেকে যায় ভাসা ভাসা।
অনিশ্চয়তা।পদার্পন সম্মুখে রোজ
কি চাওয়ার কি পাওয়ার শুধু দুরাশা
ব্যথিত মনে এলোমেলো আজব প্রত্যাশা।
০৬.০৯.২০১৩