অনুভূতিতে ব্যথার অবকাশ
তবুও বাস্তবতার অভিলাষ।
জোছনার আলো নিভে যায়
আঁধারের আলিঙ্গনে
বুকের জোছনা জ্বলে না… জ্বলে না
আনন্দ বেদনা ক্ষণে ক্ষণে।
সুখের খোঁজে ধরনীতে
অবিরাম ছুটে চলা
দিনে-রাতে কান্না হাসিতে
সারাক্ষণ সারাবেলা।
অনুভূতিতে বিরহের হা-হুতাশ
বসন্তকাল অধরা
মিছেই সুখের অভিনয়
আপন ভুবনে সুখি কারা… কারা!
এই-ত জীবন বিরহ বসবাস
মিছে অহংকার মিছেই অভিলাষ।
০৭.০১.২০১৬