যেখা‌নে প‌থের রেখা শেষ হয়
‌শেষ হয় সব আশা আকাঙ্ক্ষা
‌সেখান থে‌কেই আবার শুরু ক‌রো
‌রে প‌থিক ভু‌লে গি‌য়ে সব দুরাশা।

‌তোমার প‌থের রেখা কভু
‌যেন কিছু‌তেই মু‌ছে না যায়
‌যেন বিজয় পতাকা এ‌সে
‌তোমার চরণ ত‌লে লুটায়।

ও‌গো প‌থিক জীবন সংগ্রা‌মে
‌থে‌কে থে‌কে উঠ‌বে ই ঝড়
তবু তু‌মি হাল ছেড়ও না কভু
বৈঠা চালাও জীবন পারাবার।

কা‌লের স্রো‌তে উত্থান পতন
কর‌বেই আ‌লিঙ্গন সকাল সা‌ঝে
তাই ব‌লে পরাজয় মে‌নে নিও না
প্রত্যয়ে ব‌লিয়ান থেক সকল কা‌জে।

বন্ধু তোমার প‌থের রেখা শেষ হ‌লে
‌সেখান থেকেই খোঁজ নতুন পথ
‌কিছু‌তেই ভে‌ঙ্গে প‌ড় না এই জীব‌নে
এক‌দিন খুঁ‌জে পা‌বেই বিজয় রথ।
২৭/০৭/২০১৮