জীবনটা এলোমেলো
এই বুঝি আলো এলো
চারি দিক ঝল মল
মন করে টল মল।
জীবনটা এলোমেলো
একদম অগোছালো
দিকে দিকে শুধু কালো
তবু কেন লাগে ভালো।
জীবনটা এলোমেলো
শুধু বিষাদে ভরল
সুখ দূরে তে রইলো
কেন বঁধুয়া ছাড়ল।
জীবনটা এলোমেলো
কেন এমন হইল
প্রতিবাদের ভাষা মরল
সততা কোথায় গেল।
জীবনটা এলোমেলো
আশাগুলো মরে গেল
শুধু কালো আর কালো
তবুও জীবন লাগে ভালো।
২১.১২.২০০৯