পড় পাক কোরান
মজবুত হবে ঈমান
পাবে তুমি জ্ঞান
বাড়বে তোমার মান
সবকিছুর সমাধান
পেয়ে যাবে অফুরান।

পড় পাক কোরান
দিয়ে জান প্রাণ
বাড়বে তোমার সন্মান
শান্ত হবে পরাণ
আল্লাহ রাসূলের শান
জানবে তুমি অফুরান।

পড় পাক কোরান
পাবে জীবন বিধান
তোমার পাপের জীবন
কভু হবে না ম্লান
সঙ্গী করলে কোরান
বেঁচে যাবে জীবন মরণ।
২১|১১|২০২২