অনেক ভুলের মাঝে
আামি দাঁড়িয়ে রয়েছি
সংশোধন করো তুমি
তোমার দয়া চাইছি।
উঠতে বসতে রোজ
করছি হাজার ভুল
ব্যথিত আমার মন
কান্নায় রয় ব্যাকুল।
ভুলে ভুলে জেরবার
এই আমার জীবন
ভুল ভেঙ্গে দিয়ে প্রভু
মুছিয়ে দাও ক্রন্দন।
দয়া চাই দয়াময়
ক্ষমা চাই আমি
ভুল গুলো মুছে দিয়ে
সুপথ দেখাও তুমি।
ডিসেম্বর,২০০৯