বিরহী মন কাঁদে যখন
ঝর্ণা ধারার মতন
নীরবে অভিমানে
সতত আপনমনে।

কে থাকে দেখার
কে থাকে বোঝার
জগৎ সংসারে
আপনজন নাই রে।

নিরবধি যে বারি ঝরে
যে কান্না বুক জুড়ে
তা তো দেখাবার নয়
উপলব্ধি তে পাওয়া যায়।

রঙের মানুষ রঙের দুনিয়ায়
আপনার সুখ খুঁজে বেড়ায়
কারো জন্য কেউ ভাবে না
এই দুনিয়া,কারো হাসি-কারো কান্না।
৩০.০৫.২০১৫