শ্রমের দামে যারা গড়ে তোলে নগর-বন্দর
শ্রমিক নামে তারা পরিচিত যুগ-যুগান্তর
মানুষকে সিঁড়ি ভেঙ্গে ওপরে উঠায় যারা
চিরকালই অবহেলিত রয়ে গেছে তারা
ঘাম ঝরিয়ে আহার তুলে দেয় যে শ্রমিক
অভুক্ত থেকেও কর্মে সে অবিচল নির্ভীক
দিন মজুর-শ্রমিকদের জীবনের দামে গড়ে উঠছি আমরা
রে মানব কূল শ্রমিকদের অবহেলা করো না তোমরা
শ্রমিকদের সাথে ভাল ব্যবহার করো ভাই
শ্রমিকদের আপনজন তো কেবল আমরাই।
৩০.০৫.২০০৭