আমার প্রাণ ছটফট করে
এই ইট পাথরের নগরে
থেকে থেকে বসবাস করে
আমার গ্রাম হৃদয়ে টান মারে।
মন চায় খোলা আকাশ
নিতে চায় প্রাণ ভরে শ্বাস
গায় মাখতে মুক্ত বাতাস
তবু হায় চারদেয়ালে বসবাস।
মন মোর কেঁদে মরে
দেখিনা সবুজ বহুদিন ধরে
ইমারত শুধু শহর জুড়ে
হারায় আবেগ মানুষের ভিড়ে।
মন জুড়াতো নদীর তীরে
খুঁজে পাই না এই শহরে
আমার গ্রাম ডেকে মরে
জীবন চাইলে আয়রে ফিরে।
০৭/০৪/২০২২