বিরহের গান
বাজে অফুরান
ভেঙ্গে সব খান খান
বাজে কিসের ঐক্যতান।

মহাসড়ক সুনসান
আমজনতার অপমান
রক্তের বলিদান
বাজে কিসের ঐক্যতান।

রক্তের ধারা বহমান
জমিন আসমান
রক্তিম অফুরান
বাজে কিসের ঐক্যতান।

মানুষের মরণ
ঘটেছে অগণণ
দিকে দিকে সারাক্ষণ
বাজে বিরহের ঐক্যতান।
১৬।০৮।২০২৪