আমি কোথাও ছিলাম না
অস্তিত্বেই ছিলাম না
আর থাকতে ও পারব না
শুধু মাঝখানে এই যাত্রা বিরতি।
তিনি জানেন তার নির্দেশ
তার ভালবাসা তার আদেশ
সবই তার এই দেশ ওই দেশ
তার হুকুমেই আমার এই গতি।
অনেক গভীরের এই ব্যথা
বুঝবে কি তুমি সেই কথা
সারাক্ষণ তার সাথে কথকথা
জ্বলছে তার মায়ায় হৃদয় বাতি।
দূর থেকে আরো দূরে অচেনায়
তারে কি সহজেই পাওয়া যায়
অধরা তিনি তবু যদি ধরা দেয়
তার ইশারায় আশা আলো এই বসতি।
১২|১০|২০২১
অভিযাত্রিক-২০২৪