কিছুই জানা নাই আমার
পাওয়া না পাওয়া সম্ভাবনা
তবু দু’আঁখি নিদ্রাহারা
তোমার ভাবনা হৃদয় পাগলপারা
এ কি অনুভূতি বোঝা দায়ভার।
হৃদয়-প্রান্তে উচাটন অনুভব হায়
উন্মাদনা ছুঁয়ে ছুঁয়ে যায়
এ কি চাওয়া একাকি পারাবার।
নির্ঘুম নীশিথে বারেবারে মনে
তোমার টানে কারণে-অকারণে
ভাবনায় হৃদয়পুর নিশ্চুপ জেরবার।
গুনাহগার এই পাপীর মন
কেন চায় পেতে শিহরণ
তুমি কি জানো কভু অনুভব করো হায়
নিশাচার আমার অস্থির মন পেতে চায়
একটু ঠাঁই তব হৃদয়ের কারাগার।
মে,২০১২